Thursday, July 19, 2012


USB ডিভাইসের ভাইরাস হতে রক্ষা পেতে অসাধারণ এক সফটওয়্যার




আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট না থাকে তাহলে ভাইরাস আসার সবচেয়ে বড় মাধ্যম হল USB DEVICE। অনেক ব্যবহার কারী আছে যারা নিজের কম্পিউটারে অন্যের USB DEVICE কানেক্ট করতে ভয় পায় ভাইরাস আসবে বলে।আজ আমি আপনাদের এমন একটি এন্টিভাইরাসের সাথে পরিচয় করিয়ে যা আপনাকে অসাধারণ সুরক্ষা দিবে।
আপনি সফট টি আপনার পেনড্রাইভ এ ইন্সটল করতে পারবেন তাহলে আপনি যদি আপনার বন্ধুর কম্পিউটারে আপনার পেনড্রাইভ কানেক্ট করেন তাহলে আপনি আপনার বন্ধুর কম্পিউটার এবং আপনার পেনড্রাইভ স্কেন করে নিতে পারবেন এতে আপনার পেন ড্রাইভ সুরক্ষিত থাকবে ।প্রথমে নীচের লিংক হতে MX ONE এন্টিভাইরাসটি ডাউনলোড করে নিন এবার .exe ফাইলটিতে ক্লিক করুন এবার আপনি সিলেক্ট করুন আপনি কম্পিউটারে ইন্সটল করবেন নাকি পেনড্রাইভে ইন্সটল করবেন।পেনড্রাইভে ইন্সটল করলে লোকেশন দেখিয়ে ইন্সটলশন শেষ করুন।করুন।
এর আরো কিছু মজার ফিচার আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ।তবে আপডেট করে নিতে ভুলবেন না।একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন কত কাজের একটি সফটওয়্যার এটি । আমি আগে usb disk security ব্যবহার করতাম বর্তমানে এটি ব্যবহার করছি।এটি সম্পূর্ন ফ্রী সাইজ ১.৩ মেগা
এই লেখাটি মাসিক কম্পিউটার জগত হতে সংগৃহীত

0 comments:

Post a Comment

Blogroll

About