Tuesday, July 10, 2012

হোমপেজস্টার্টআপে পছন্দের ওয়েবসাইট





হোমপেজ হচ্ছে পছন্দের সেই ওয়েবসাইট যেটি ব্রাউজার খুললে সয়ংক্রিয়ভাবে চালু হবে। কিন্তু আপনার পছন্দ ওয়েবসাইট যদি একাধিক হয়ে থাকে তাহলে তা যুক্ত রাখতে হয় ব্রাউজারের ফেভারিটে। কিন্তু আপনি যদি নিজের কম্পিউটার ব্যবহার না করেন তাহলে ব্রাউজারের ফেভারিটের সুবিধা পাবেন না। আবার সব ওয়েবসাইটের ঠিকানা মুখস্থ করাও সম্ভব না। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন হোমপেজস্টার্টআপ ডট কমে আপনার পছন্দের সাইটগুলো রাখলে। এই সাইটের মাধ্যমে আপনি যেকোন যায়গা থেকে ব্রাউজারের ফেভারিট এর মত সুবিধা পেতে পারেন, যা অনেকটা অনলাইন বুকমার্কের মত। এজন্য www.homepagestartup.com থেকে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করুন। এবার Main WebPages ট্যাবে (৪x৩ যা আপনি কাষ্টমাইজ করে কম বেশী করতে পারবেন) প্রত্যেকটি বক্সের ডান দিকের Edit বাটনে ক্লিক করে Title Website: অংশে ওয়েবসাইটের নাম এবং Website Address: অংশে ওয়েবসাইটের ঠিকানা লিখে Save বাটনে করলে তা উক্ত বক্সে যুক্ত হবে। আপনি পবর্তীতে তা মুছে দিতে পারবেন। এছাড়াও আরো একাধিক ট্যাব যুক্ত করতে চাইলে উপরে add a tab লিংকে ক্লিক করে নতুন ট্যাব নিয়ে তাতেও আরো ওয়েব সাইট যুক্ত করতে পারেন। আপনি ইচ্ছা করলে আপনার হোমপেজগুলো অন্যকে শেয়ার দিতে পারেন। এজন্য customize বাটনে ক্লিক করে হোমপেজকে পাবলিক হিসাবে দেখাতে হবে। আর ইচ্ছামত বক্স যোগ করা, সাজানো, পটভূমির রঙ পরিবর্তন ইত্যাদি করা যাবে। হোমপেজকে পাবলিক হিসাবে দেখানো ফলে আপনার পেজ যেকেউ ব্যবহার করতে পারবে। আপনি যদি mehdiakram নামে রেজিষ্ট্রেশন করেন এবং পাবলিক হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার হোমপেজ হবে http://mehdiakram.homepagestartup.com বা www.mehdiakram.homepagestartup.com| এছাড়াও এখান থেকে সরাসরি গুগলে সার্চও করা যাবে।

0 comments:

Post a Comment

Blogroll

About