Saturday, July 21, 2012


বাংলাদেশে নতুন এন্টিভাইরাস বুলগার্ড এর কয়েকটি ফিচার নিয়ে কথা।


বুলগার্ড ইন্টারনেট সিকিউরিটির একটি ফিচার এর নাম   হল PC  Tune  up এর মাধ্যমে আপনি  কম্পিউটারের গারবেজ আকারে যে সব  অপ্রয়োজনীয় ফাইল থাকে যেমন:   Internet Temp  Files, Windows Temp Files, Broken Registry Entries, Registry De-fragmentation, Unnecessary Start - Up  application  etc.  ক্লিন করতে পারবেন এই কাজ করার জন্য আপনাকে কোন  Registry Cleaner Software Install  করতে হবে না শুধু বুলগার্ড ইন্টারনেট সিকিউরিটি টা ইনস্টল করা  থাকলেই হবে । এই কাজটি করার জন্য যে ভাবে অপশন টি সিলেক্ট করবেন তা হল : Control Panel > PC Tune Up > Start   স্কান শুর হবে তারপর  Scan Finish  হওয়ার পর   Fix> Finish কাজ খতম।
এর পর আর একটি অপশনের নাম হল Optimize  StartUp  এর মাধ্যমে আপনি   Startup Manager  কাজ করতে পারবেন অর্থাৎ আপনার উইন্ডোজ  ওপেন হওয়ার সাথে সাথে কি কি প্রোগ্রাম রান করবে তা আপনি  এই অপশন  থেকে সিলেক্ট করতে পারবেন । যে ভাবে এই অপশন এ যাবেন  বুলগার্ড ইন্টারনেট সিকিউরিটির  হোম বেসিস   window   টা ওপেন করুন তারপর   Control Panel > PC Tune UP > Optimize Start Up >    যে   প্রোগ্রাম  গুলো রান করতে চান না তা  Uncheck   করে     Save change   দিয়ে বেরিয়ে আসুন ।  ok  কাজ শেষ






0 comments:

Post a Comment

Blogroll

About