Tuesday, July 10, 2012

ডাউনলোড করুন বাংলা অভিধান



ইন্টারনেটে বিভিন্ন ওয়েব সাইটে বেশ কিছু বাংলা অভিধান আছে যাদের অধিকাংশই অনলাইনে ব্যবহার করার যোগ্য। কিন্তু অল্প হলেও ডাউনলোড করার উপযোগী কিছু অভিধানের সফটওয়ারও আছে। নিচে আমার জানা এধরনের কয়েকটি সাইট এবং সফট সম্পর্কে আলোচনা করা হলো –
ডাউনলোড করার যোগ্য কিছু অভিধানের সাইট –
শশী ডিকশনারি – শশী ডিকশনারিই সম্ভবত ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করার উপযোগী একমাত্র পূর্ণাঙ্গ বাংলা অভিধান। এতে সর্বমোট 21250 টি শব্দ আছে। তবে এটি শুধুমাত্র ইংরেজি টু বাংলা অভিধান। এতে ফন্ট সম্পর্কিত কোন ঝামেলা নেই কারণ এটি টেক্সট ভিত্তিক নয়, ইমেজ ভিত্তিক। কোন অভিধানকে স্ক্যান করে শব্দের অর্থগুলোকে কেটে কেটে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এরফলে সফটওয়্যারটিতে মূল অভিধানের মতো হুবহু সুবিধা পাওয়া গেলেও এর সাইজ বেশ বড় হয়ে গেছে। এর সাইজ 89.9 মেগাবাইট, যা ডাউনলোড করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাছাড়া এটি ব্যবহার করার জন্য কম্পউটারে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 1.1 বা এর পরবর্তী যেকোন ভার্সন ইনস্টল করা থাকতে হবে। মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে এটি ফ্রি ডাউনলোড করে নেওয়া যায়। তাছাড়া শাব্দিক বাংলা সফটওয়ার, যেটা মূলত 117705 টি শব্দ বিশিষ্ট একটি শব্দকোষ হিসেবে বাংলা টাইপিং-এর সময় বানান পরীক্ষকের কাজ করে, সেটা ইনস্টল করলে তার সাথেই মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 1.1 ইনস্টল হয়ে যায়। সাইটটির ঠিকানা হল –
মোঃ ওয়ালিউল ইসলামের বাংলা ডিকশনারি – বুয়েটের প্রাক্তন ছাত্র (বর্তমানে একজন ফ্রি ল্যান্স প্রোগ্রামার) মোঃ ওয়ালিউল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে চমত্কার একটি বাংলা ডিকশনারি তৈরি করেছেন। শশী ডিকশনারির তুলনায় এর শব্দ সংখ্যা কিছুটা কম হলেও এবং শব্দের অর্থগুলো তুলনামূলক ভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপিত হলেও বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে এটিকে উপরে বর্ণিত অভিধানগুলোর তুলনায় শ্রেষ্ঠ অভিধান হিসেবে রায় দেওয়া যেতে পারে। প্রথমত এটিকে মূলত ইংরেজি থেকে বাংলা অভিধান হিসেবে সাজানো হলেও এতে বাংলা থেকে ইংরেজি সার্চ করার অপশনও রয়েছে। দ্বিতীয়ত অন্য অভিধান গুলোতে যেখানে একটি শব্দের পূর্ণ বানান সঠিক ভাবে লিখে সার্চ দিলে তবেই তার অর্থ প্রদর্শিত হয়, সেখানে এই অভিধানে যেকোন শব্দের, তা বাংলাই হোক বা ইংরেজিই হোক, প্রথমের, মাঝের বা শেষের কয়েকটি অক্ষর লিখে দিলেই সেই শব্দাংশের সাথে মিলযুক্ত সকল শব্দের এবং তাদের অর্থের তালিকা বর্ণানুক্রমিক ভাবে প্রদর্শিত হয়। কাজেই ব্যবহারকারী যদি কোন শব্দের সঠিক বানান নাও জানে, তবুও খুব সহজেই কাঙ্খিত শব্দটি খুজে বের করে নিতে পারবে। তাছাড়া মিলযুক্ত শব্দ খুজে বের করা যায় বলে একে একই সাথে কবিতা বা ছড়া লেখার সহায়ক সফটওয়ার হিসেবও ব্যবহার করা যায়। আবার কোন শব্দের বানানের শুদ্ধতা পরীক্ষা করার জন্যও একে ব্যবহার করা যেতে পারে। সব মিলিয়ে একে প্রকৃতপক্ষেই একটি ইলেক্ট্রনিক অভিধান হিসেবে বিবেচনা করা যায়। এতে শব্দ সংখ্যা মোট 18370. এই অভিধানটির সাথে কুরআন শরীফের বাংলা এবং ইংরেজি অনুবাদ দেওয়া আছে এবং ইংরেজি অনুবাদ থেকে শব্দ সার্চ করার ব্যবস্থাও রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই চমত্কার সফটওয়্যারটির সাইজ মাত্র 5.86 মেগাবাইট। সাইটটির ঠিকানা হল –
বিঃদ্রঃ মোঃ ওয়ালিউল ইসলামের এই অভিধানটি সম্পর্কে ডঃ মশিউর রহমানের একটি প্রবন্ধ আছে এই ঠিকানায় -
http://biggani.com/content/view/27/64/

0 comments:

Post a Comment

Blogroll

About