Saturday, July 21, 2012


সহজেই ওয়েবপেজের স্ক্রিনশট নেওয়া


বিভিন্ন প্রয়োজনে ওয়েবপেজের স্ক্রিনশট নিতে হয়। কিন্তু বেশীর ভাগই ওয়েবপেজই কম্পিউটারের স্ক্রিনে সম্পূর্ণ আসে না। সেক্ষত্রে সবটুক ওয়েবপেজ স্ক্রিনশট নেওয়া সম্ভব হয় না। কিন্তু আপনি যদি ওয়েবশট সফটওয়্যার দ্বারা ওয়েব পেজের স্ক্রিনশট নেন তাহলে ওয়েব পেজ না খুলেই সম্পূর্ণ ওয়েবপেজের স্ক্রিনশট নিতে পারেন। এজন্য ৫৮২ কিলোবাইটের ওয়েবশট সফটওয়্যারটি www.websitescreenshots.com থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন।
ইনষ্টল করার পরে এটাকে আপনি পোর্টেবল হিসাবেও ব্যবহার করতে পারেন। এবার সফটওয়্যারটি চালু করে Url অংশে ওয়েবপেজের ঠিকানা, Output এ ইমেজের নাম ও কিধরনের ফরম্যাটে ইমেজ সেভ করতে চান তা দিন এবং Image এ ইমেজ সাইজ, এবং Browser এ কত রেজুলেশনের ব্রাউজ করতে চান তা দিয়ে Start বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার হিসাবমত ইমেজ তৈরী হয়ে যাবে।

0 comments:

Post a Comment

Blogroll

About