Tuesday, July 10, 2012

অনলাইনে ইংলিশ থেকে বাংলা শব্দ জানা যায় সহজেই


সাইট যারা ভিজিট করেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা। বাংলা এই সাইট-এ অনেক কিছু জানা যায়। বলাযায় তথ্যে ভরপুর একটি ওয়েব সাইট। যে কথা বলতে চাচ্ছিলাম ধরুন আপনার কাছে কনো ডিকশ্নারী নেই, আপনি কোথাও বসে ব্রাউজ করছেন এই সময় আপনার দরকার হলো একটি ইংলিশ ওয়ার্ডের বাংলা জানার, আপনি কি করবেন? না চিন্তার কোন কারন নেই আমি তার একটি সমাধান দিব। 
অনলাইনে বসে আপনি ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড জানতে পারবেন এ জন্য কোন সফটওয়্যার ইনষ্টল বা ডাউনলোড করতে হবেনা। আর একটি ইংলিশ ওয়ার্ডের অনেক গুলো বাংলা শব্দ পাবেন। যা কোন ডিকশ্নারীতে আপনি পাবেন না। এটি ব্যবহার করা খুবই সহজ একটু কম্পিউটার নলেজ থাকলে আপনি অনায়াসে পারবেন। এখন এই ওয়েব সাইটটির ঠিকানাঃhttp://www.bdwebguide.com/bengalidictionary.php এখানে ঢোকার পর  দেখবেন লেখা আসছে Type English Word Here: এই ঘরটির মধ্যে আপনার প্রয়োজনিয় ইংলিশ শব্দটা লিখে Get Meaning লিখার উপর ক্লিক করবেন দেখবেন নিচে বাংলা এসে হাজির বাঃ আর কি। বেশ মজা পাবেন আপনি এখনি ব্যবহার করে দেখবেন, আর মন্তব্য আশা করছি। কোন সমস্যা হলে তা ও মন্তব্যে লিখবেন পারলে আমি সমাধান দিব।

0 comments:

Post a Comment

Blogroll

About