Tuesday, July 10, 2012


গোগোল ক্রোমের নতুন আকর্ষণীয় সংস্করণ দেখলেন?












কিন্তু আপনি যেটি জানতে চাইবেন, আপনার ব্রাউসারে বাংলা লিখবেন কী করে? উপরে ডান কোনে দেখুন একটা 'রেঞ্চের'ছবি আছে। এইটেই টুল মেনু বার। এতে ক্লিক করুন।



এবারে অপ্সন-আনডার দ্য হুড (Option বিকল্পে Under the Hood) মেনুতে ক্লিক করুন।



স্ক্রল ডাউন করে নিচে নেমে আসুন। আপনি চেঞ্জ ফন্ট মেনু পাবেন। আমরা সঙ্গের ছবিতে যেমন দেখালাম তেমনি আপনার কম্প্যুটারে আগে থেকে থাকা বাংলা ফন্টগুলোর থেকে বেছে নিয়ে অকে ক্লিক করে দিন।




 কিন্তু, একটা জিনিস আমি যেটি লক্ষ্য করলাম , আমরা এই পোস্টে একটাও ইংরেজি শব্দ আমি লিখতে গিয়ে দেখতে পাইনি। html code-এ গিয়ে দেখি সেগুলো রয়েছে এবং, এখানে এই পোস্টেও দেখাচ্ছে। তার মানে ঝামেলা কিছু আছে। এক সঙ্গে দুটো ভাষাতে সহজে লেখা যাচ্ছে না।আমার মনে হয়, ফায়ার ফক্সের সঙ্গে পাল্লা দিতে ক্রোমকে এখনো অনেক পথ হাঁটতে হবে। ফায়ার ফক্সের মতো Add Ons যোগ করাটা এখনো তত সহজ হয়ে উঠেনি , আমরাও তাই এনিয়ে লেখা এড়িয়ে গেলাম।

0 comments:

Post a Comment

Blogroll

About