Tuesday, July 24, 2012

জনপ্রিয় ভয়েস এবং ভিডিও চ্যাটিং সার্ভিস স্ক্যাইপীতে চ্যাটিং করতে হলে সফটওয়্যার ডাউনলোড করে চ্যাটিং করতে হয়। কিছু দিন আগেও ইয়াহু, গুগলে ডেক্সটপ ক্লাইন্ট ছাড়া চ্যাটিং করা যেত না। বর্তমানে অনলাইনেই ইয়াহুতে চ্যাটিং করা যায় আর গুগলে ভয়েস এবং ভিডিও চ্যাটিং করা যায়। স্কাইপীর সাইটে এমন সুযোগ না থাকলেও আইএমও এমন সুযোগ করে দিয়েছে। ফলে কোন সফটওয়্যার ছাড়ায় শুধুমাত্র লগইন করেই স্ক্যাইপীতে চ্যাটিং করা যাবে।
এজন্য http://www.imo.im সাইটে গিয়ে স্কাইপী নির্বাচন করে লগইন করে ভয়েস বা ভিডিও চ্যাটিং করতে পারেন। আইএমওতে স্কাইপী ছাড়াও একই সাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা ফেসবুকের আইডি দ্বারা লগইন করেও চ্যাটিং করা যাবে।
এছাড়াও আইএমও এর মাত্র ৯৬৪ কিলোবাইট ডেক্সটপ ক্লাইন্ট দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপী দ্বারা চ্যাটিং করতে পারবেন। এমনই আরেকটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার হচ্ছে পিজিন।

Saturday, July 21, 2012


একসাথে ৫০-১০০ বা তারও বেশী ছবি রিসাইজ করুন






ফটোশপ ৭ বা সি.এস দিয়ে এর সমাধান করতে পারেন। যা করতে হবে:
১। যে ফোল্ডার এর অরজিনাল ছবি আছে, তার সাথ রিসাইজ নামে আরেকটি ফোল্ডার তৈরি করুন।
২। ফটোশপ চালু করুন এবং view হতে action বা ALT+ F9 চাপুন।( যদি একশন প্যালেট চালু না থাকে।)
৩। এবার প্যালেট এর create new action baton ক্লিক করে name text box  এ resizepic টাইপ করে Record baton এ ক্লিক করুন।
৪। এবার file>open এ ক্লিক করে আপনার অরজিনাল ফটো ফোল্ডার হতে যে কোন একটি ফটো অপেন করুন।
৫। এবার image>image size এ ক্লিক করে, width 800 and height 600 type করুন। ok বাটনে ক্লিক করুন।
৬। এখন  file>save as এ ক্লিক করে format এর drop down baton এ ক্লিক করে JPEG(*.jpg,*.ipeg,*.jpe)সিলেক্ট করন এবং ফাইলের নাম পরিবতন না করে শুধুমাত্র আপনার resize folder লোকেশন নিধারন করে save baton এ ক্লিক করুন। JPEG OPTIONS এর Qulity box এ ৫ অথবা ৪ টাইপ করুন। এবার OK  বাটনে ক্লিক করুন।
৭। ফটো ফাইলটি বন্ধ করুন। একশন প্যালেট এর stop এ Cilck  করুন ।
৮। File>automate>batch এ ক্লিক করুন।
৯। এবার action dropdown হতে resizepic selet , অতপর source হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার অরজিনাল ফোল্ডার সিলেক্ট করে দিন। একইভাবে destination হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার Resize ফোল্ডার সিলেক্ট করে দিন। Ok বাটনে ক্লিক করুন।
১০। দেখুন আপনার অরজিনাল ফোল্ডার হতে ( হতে পারে আপনার অরজিনাল ফোল্ডার এ হাজার এর উপরে ছবি আছে, তাতে ও কোন সমস্যা নেই। ) অটোমেটিক একের পর এক করে Resize folder এ জমা হচ্ছে, আপনার নতুন সেটিং অনুযায়ী । এই প্রসেস চলাকালিন JPEG OPTIONS box আসলে OK  বাটনে ক্লিক করুন।

প্রফেশনালদের মত তৈরী করুন মোবাইল ফোনের থিম




আপনি কি একটু ক্রিয়েটিভ টাইপের মানুষ? ক্রিয়েটিভিটির আইডিয়া কি মাথায় গিজ গিজ করছে? সব জায়গাতেই নিজের ক্রিয়েটিভিটির ছাপ রাখতে চান? মোবাইল ফোনের জন্যে ক্রিয়েটিভ থিম বানানোর কথা ভাবছেন? কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাই তো।
নো প্রবলেম, আসুন আমি আপনাদের কাজটা আরেকটু সোজা করে দেই। আমি যে সফটওয়্যারটি দিয়ে মাঝে মাঝেই series 60 মোবাইলের থিম বানিয়ে থাকি সেটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
থিম বানানোর জন্যে হাজারো সফটওয়্যার থাকলেও সবগুলোর মান কিন্তু প্রফেশনাল লেভেলের না। আমি যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটি হল “Carbide.ui S60 Theme Edition” সাইজে একটু বড় হলেও এতে কাজ করে মজা পাওয়া যায় এবং আপনি ভালো মানের কাজ করতে পারবেন।
প্রথমেই এই ১৩৬ এমবি এর ফাইলটাকে ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন। এরপর আসুন দেখে নেয়া যাক কিভাবে আপনি সিম্পলি কোন থিম ক্রিয়েট করবেন -
১. প্রথমে সফটওয়্যারটি লঞ্চ করুন এবং
1.png
ক্রিয়েট থিম সিলক্ট করুন এর পর একটি ডায়লগ বক্স দেখাবে যেখানে আপনাকে থিমের নাম দিতে বলা হবে
2.png
আপনি পছন্দমত থিমের একটি নাম দিন এবং ফিনিশ এ ক্লিক করুন। এবং ফিনিশ ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে থিম এডিটর ওপেন হবে
3.png
এইবার ব্যাকগ্রাউন্ডের ছবি এডিটিং এর জন্যে আপনাকে প্রেফারেন্স থেকে বিটিএমপি এডিটর ওপেন করতে হবে
41.png
এখানে লক্ষনীয় যে বিটিএমপি এডিটর আপনার পছন্দের যে কোন সফটওয়্যার হতে পারে। যদি আপনার ফটোশপ থেকে থাকে তাহলে আপনি এই কাজ ফটোশপেও করতে পারবেন।
আরো সহজে এই বিটিএমপি এডিটরকে ওপেন করতে হলে click Background > Idle Background > Convert and Edit in Bitmap Editor:5.png
এটি আপনার কাছে বিটিএমপি ফাইলের সাইজ চাইবে
6.png
আপনি আপনার প্রয়োজন মত ছবির ডায়মেনশন চেজ্ঞ করে নিন। নকিয়ার সিরিজ 60 ফোনগুলোর জন্যে default (240X320)করে দেয়া থাকে। ok প্রেস করে কিন্টিনিউ করুন তাছাড়া আপনি কোন কোন অরডিনারি ছবি এডিটিং এর কাজে এমএসপেইন্ট ও ওপেন করতে পারেন।
7.png
ফটো এডিটিং এর জন্যে এইপর্যন্তই যথেষ্ট এবং এর পর আপনি আপনার এই কাজ সেভ কের রাখুন। এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হল থিম হিসেবে ব্যবহার করার জন্যে আপনি যে ছবিটি বেছে নিয়েছেনতার যে কোন অংশই এডিট করতে পারবেন আপনি। উদাহরন স্বরুপ যদি আপনি কনটাক্ট এর বাটন এডিট করতে চান তাহলে আপনি চাইলে এডিটর প্যানেলে এই কন্টাক্ট আইকনকে এক্সপ্লোর করতে পারবেন ফলে আপনার কাজ করতে আরো সুবিধা হবে।
8.png
প্রত্যকটি ইন্টারফেস কে আলাদা আলাদাভাবে এডিটিং এর জন্যে (যেমন এ্যাপ্লিকেশন মেনু) আপনাকে গ্যালারী ট্যাব অন করতে হবে এবং আপনার পছন্দমত আইকন বেছে নিতে হবে।
9.png
স্ক্রীনশটে টাইপ ১ এর এ্যাপ্লিকেশন মেনু এডিট করার জন্যে এ্যাপ্লিকেশানস গ্রিড ১ এ ক্লিক করা হয়েছে (নকিয়ার 60সিরিজ এর জন্যে সাধারনত দুটি এ্যাপ্লিকেশান গ্রিড থেকে থাকে)
কালার এবং ব্যাকগ্রাউন্ডের ছবি এডিটিং এর পরে আপনি আপনার মোবাইলে এক্সপোর্ট করে নিন
10.png
এটি আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোথায় এই ফাইলটি সেভ করতে চান
11.png
ফাইলটি আপনার সেল ফোনে সেভ করুন এবং একটি অরডিনারি এ্যাপ্লিকেশানের মতই ইন্সটল করে নিন।
একদম সিম্পল। ট্রাই করে দেখতে পারেন।
তবে দুটি কথা বলে রাখা প্রয়োজন। সফটওয়্যারটি প্রফেশনাল লেভেলের হওয়ার কারনে এটি অনেকটা মেমরি কনজ্যুম করতে পারে। ফলে এই সফটওয়্যার ব্যবহার কারে আপনার পিসি স্লোডাউন হতে পারে।
এইখান থেকে এই চমৎকার টুলটি ডাউনলোড করে নিন


ফ্রি এসএমএস পাঠান আপনার সেলফোন থেকে – যত খুশি




আমরা মোবাইল ফোন থেকে নানা কাজে এসএমএস পাঠাই। ইন্টারনেটের মাধ্যমে সেল ফোনে এ কাজটি আমরা খুব সহজেই করতে পারি সম্পূর্ণ বিনে পয়সায়। এ জন্য আপনার প্রয়োজন হবে জি.পি.আর.এস/এজ্ সুবিধা সংবলিত একটি হ্যান্ডসেট।
  • প্রথমে আপনার ফোনের Wap Browser > Enter URL এ যান।
  • Address এর ঘরে wap.cellity.com লিখে ok চাপুন।
  • আপনার সেটের ম্যানুফ্যাকচারিং এবং মডেল নং নিবার্চন করুন।
  • এবার Application টি ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে আপনার ফোনের Application/Collection থেকে Application টি রান করুন।
  • এর পর ইউজার নেম এর ঘরে আপনার নাম নম্বরের ঘরে আপনার সচল মোবাইল নম্বর দিন। কারণ এ নাম্বারেই ভেরিফিকেশন কোড আসবে।
  • ভেরিফিকেশন কোড আসলে পরবর্তী স্টেপে তা লিখে Enter চাপুন।
রেজিস্ট্রেশন শেষ! এবার যত খুশি উপভোগ করুন ফ্রি এসএমএস। মনে রাখতে হবে মোবাইল নম্বর সব সময় ইন্টারন্যাশনাল ফরমেটে লিখতে হবে। ( যেমনঃ বাংলাদেশ- 8801XXXXXXXXX )
আ্যপ্লিকেশনটি সরাসরি কম্পিউটারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যত খুশি এসএমএস করুন (ফ্রি)



ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করা যায় এমন সাইট আছে বেশ কিছূ। এর মধ্যে নটিফুর মাধ্যমে খুবই সহজে ইচ্ছামত এসএমএস পাঠানো যায়। প্রথমেhttp://widget.notifu.com/message/web সাইটটিতে গিয়ে রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনি লগইন অবস্থায় থাকবেন। এবার Send New Message বাটনে ক্লিক করুন তাহলে Send New Message পেজ আসবে। এখন যে নম্বরে এসএমএস করতে চান সেটি যুক্ত করতে To: এর ডান পাশের তীর চিহ্নের উপরে ক্লিক করলে Edit Contact পেজ আসবে। এখানে Name: অংশে নাম প্রপকের নাম, Delivery: অংশে SMS নির্বাচন করে নিচের SMS Number: অংশে (+) সাইনসহ মোবাইল নম্বর লিখুন এবং Save বাটনে ক্লিক করলে Send New Message পেজে ফিরে আসবে এবং সেভ হবে। এভাবে আপনি আরো নম্বর যুক্ত করতে পাবেন একসাথে একই এসএমএস পাঠানোর জন্য। এবার From: অংশে আপনার নাম এবং বডিতে এসএমএস এর বিষয় লিখুন। অবশেষে Send বাটনে ক্লিক করলে কাঙ্খিত নম্বরে এসএমএস চলে যাবে এবং হোম পেজে ফিরে আসবে। আপনি চাইলে সেন্ড করা এসএমএস Views Message থেকে দেখতে পারেন এবং Manage Contacts থেকে সেভ করা নম্বর দেখতে বা পরিবর্তণ করতে পারবেন। এছাড়াও এখান থেকে মেইল এবং বিভিন্ন ম্যাসেঞ্জারে ইনস্ট্যান্ট ম্যাসেজ পাঠাতে পারবেন।
চিত্র ১)
চিত্র ২)
চিত্র ৩)
চিত্র ৪)
চিত্র ৫)

Blogroll

About